বিভিন্ন ব্যবসার আইডিয়ার মধ্যে ডিলারশিপ ব্যবসার আইডিয়া অন্যতম। আপনি যদি ভাল কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনি যথেষ্ট লাভবান হবেন। আর যদি মোটামুটি পরিচিত কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে মার্কেটিং এর জন্য অনেক শ্রম দিতে হবে। তবে এসব কোম্পানি আপনাকে কমিশনও দিবে তুলনামূলক বেশি।
ডিলারশিপ ব্যবসার আইডিয়া নিয়ে লেখার উদ্দেশ্য হলো যারা ডিলারশিপ ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন ধরণের পণ্য বা কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করবেন তা বুঝতে পারছেন না তাদেরকে কিছু আইডিয়া দেওয়া।
ডিলারশিপ ব্যবসার আইডিয়া
১. ইলেক্ট্রনিকস পণ্যের ডিলারশিপ


ডিলারশিপ ব্যবসার আইডিয়ার মধ্যে ইলেক্ট্রনিকস পণ্যের ডিলারশিপ অন্যতম। এটি একটি লাভজনক ডিলারশিপ ব্যবসা। আপনি চাইলে আপনার এলাকায় যে কোন ইলেক্ট্রনিকস কোম্পানির ডিলারশিপ নিতে পারেন। যেমন ওয়ালটনের ডিলারশিপ, সনি, মার্সেল, বেস্ট ইলেক্ট্রনিকস, পেনাসনিক, হিতাচি, কনকা, এলজি ইত্যাদি কোম্পানি থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন।
আপনি চাইলে একাধিক কোম্পানির ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারবেন। এতে আপনার সুবিধা হবে। যদি কোন মৌসুমে একটি কোম্পানির ইলেক্ট্রনিকস পণ্য না চলে তাহলে অন্য কোম্পানির পণ্য বিক্রি করে ব্যবসা চলমান রাখতে পারবেন।
২. সারের ডিলারশিপ
যে কোন ফসলের মৌসুমের শুরুতে সারের চাহিদা অনেক বেড়ে যায়। এসময় প্রচুর সার বিক্রি হয়। আর বর্তমানে কৃষি বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়নের ফলে সারা বছরই কোন না কোন ফসলের চাষ হয়। এজন্য সারের চাহিদাও সারা বছর জুড়ে থাকে। তাই আপনি সারের ডিলারশিপ নিতে পারেন। সারের ডিলারশিপ ব্যবসা শহরের যেয়ে গ্রামে বেশি লাভজনক কারণ গ্রামে সারের মূল গ্রাহকদের অবস্থান।
আরো পড়ুনঃ ২০ টি লাভজনক গ্রামের ব্যবসার আইডিয়া
৩. প্রসাধনী পণ্যের ডিলারশিপ
মানুষের জীবন যাত্রার মান যত উন্নত হচ্ছে তত বেশি প্রসাধনী সামগ্রীর ব্যবহার বাড়ছে। বিভিন্ন ধরণের সুগন্ধির ব্যবহার বাড়ছে। মুখের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে বিভিন্ন কোম্পানির হরেক রকমের প্রসাধনী।
দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি বাংলাদেশে প্রসাধনী পণ্যের ব্যবসা করছে।আপনি চাইলে দেশি বা বিদেশি কোন কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারে। বিখ্যাত কোম্পানির ডিলারশিপ নিলে আপনার মার্কেটিং এর ঝামেলা কম হবে কিন্তু অখ্যাত কোম্পানির ডিলারশিপ নিলে আপনাকে বিভিন্ন দোকানে গিয়ে মার্কেটিং করে পণ্য বিক্রি বাড়াতে হবে।
আরো পড়ুনঃ বেকারি ব্যবসা শুরু করবেন কিভাবে? আদ্যোপান্ত জানুন
৪. গাড়ির পার্টসের ডিলারশিপ
আমাদের দেশে গাড়ির ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের তথ্য মতে আমাদের দেশে নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০টি। তাহলে বুঝতেই পারছেন গাড়ির পার্টসের কি পরিমাণ চাহিদা এদেশে।
যে কোন একটা গাড়ির পার্টসের কোম্পানির সাথে যোগাযোগ করে শুরু করে দিতে পারেন গাড়ির পার্টসের ব্যবসা। হোন্ডা, টয়োটা, নিশান ও হুন্দাই ইত্যাদি কোম্পানির গাড়ির চাহিদা বাংলাদেশে বেশি তাই এসব কোম্পানির গাড়ির পার্টসের ডিলারশিপ নিতে পারেন। ডিলার কমিশন খুব ভাল পাবেন।
৫. মোটর সাইকেলের ডিলারশিপ