ফার্মেসি ব্যবসা

প্রচলিত ব্যবসায়ের আইডিয়ার মধ্যে ফার্মেসি ব্যবসা একটি আকর্ষণীয় ব্যবসা বলে আমার কাছে মনে হয়। এটি শুধু আকর্ষণীয় ব্যবসাই নয় এটি সারা বছর চলমান থাকবে এমন একটি ব্যবসা। কোভিড-১৯ এর লকডাউনের কথাই চিন্তা করে দেখুন। যখন সবকিছু বন্ধ ছিল তখনও কিন্তু ফার্মেসিগুলো চালু ছিল। দেশে যত সমস্যাই থাকুন না কেন ঔষধের দোকান কখনও বন্ধ হবে না।

ফার্মেসি ব্যবসা তারাই করতে পারবে যাদের ফার্মেসির উপর তিন মাসের একটি কোর্স করা থাকবে। এছাড়া ট্রেড এবং ড্রাগ লাইসেন্স তো আবশ্যিকভাবে লাগবে। এই ব্যবসা শুরু করার আগে ফার্মেসিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আপনার ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে।

ফার্মেসি ব্যবসার লাইসেন্স

ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে হবে।

ট্রেড লাইসেন্স যে কোন ব্যবসা শুরু করার আগেই সংগ্রহ করতে হয়। ট্রেড লাইসেন্স আপনি সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। স্থান এবং ব্যবসার ধরণ ভেদে কয়েকশ থেকে কয়েক হাজার টাকা লাইসেন্সের জন্য খরচ হয়।

ড্রাগ লাইসেন্স ছাড়া আপনি ঔষধের ব্যবসা শুরু করতে পারবেন না। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আপনি ফরম ডাউনলোড করে ড্রাগ লাইসেন্সটি করতে পারবেন।  একটি ড্রাগ লাইসেন্স করতে আপনার ১৫০০ থেকে ২৫০০ টাকার মত লাগতে পারে। ড্রাগ লাইসেন্স ৯০ কার্য দিবসের মধ্যে প্রদান করা হয়। ড্রাগ লাইসেন্স করার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে যেমন –

  • মালিকের এনআইডি কার্ডের ফটোকপি,

  • ট্রেজারি চালানের মূল কপি,

  • ট্রেড লাইসেন্সের ফটোকপি,

  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট,

  • ফার্মেসি ফাউন্ডেশন কোর্স সার্টিফিকেটের ফটোকপি,

  • দোকান ভাড়ার চুক্তিপত্র,

  • অঙ্গীকারনামা

  • মডেল ফার্মেসি হলে নিয়োজিত গ্রাজুয়েট, এ, বি, সি-গ্রেড ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি।

দুই বছর পর পর আপনাকে ড্রাগ লাইসেন্স নবায়ন করতে হবে। আপনার দোকান পৌর এলাকায় হলে নবায়ন ফি ১৮০০ টাকা আর পৌর এলাকার বাইরে হলে ৭০০ টাকা। এসব ফি’র সাথে ভ্যাট যুক্ত হবে।

আরো পড়ুন – ২০২১ সালের জন্য ১০ টি নতুন ব্যবসার আইডিয়া

কিভাবে ফার্মেসি ব্যবসা শুরু করবেন?

তিন মাসের ফার্মেসি কোর্স

বর্তমানে ফার্মেসি ব্যবসা শুরু করার করার জন্য আপনাকে একটি তিন মাসের সি ক্যাটাগরির ফার্মেসি কোর্স করতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এই কোর্সের আয়োজন করে থাকে। বিভিন্ন এলাকার কেমিস্ট এবং ড্রাগিস্টস সমিতির সদস্যরা এই কোর্স পরিচালনা করে থাকে।

ফার্মেসি কোর্স করার জন্য কিছু যোগ্যতা লাগে। একটি হচ্ছে আপনাকে এসএসসি/সমমান পাশ হতে হবে আরেকটি যোগ্যতা হচ্ছে আপনার বয়স ১৭ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

ফার্মেসি কোর্সের জন্য আপনার খুব বেশি টাকা লাগবে না। সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনি এই কোর্স সম্পন্ন করতে পারবেন।

দোকান ভাড়া করা

ঔষধের ব্যবসা শুরু করার জন্য আপনার একটি দোকান ভাড়া করতে হবে। তবে আপনার যদি নিজের যায়গায় দোকান থাকে তাহলে তো আর ভাড়ার প্রশ্নই আসে না।

আপনি যদি মডেল ফার্মেসি দিতে চান তাহলে ৩০০ বর্গফুটের একটি দোকান থাকতে হবে। আর মেডিকেল শপের জন্য ১২০ ফুট আয়তনের একটি দোকান থাকতে হবে।

ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স সংগ্রহ

ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স সংগ্রহ করতে হবে। ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স সম্পর্কে ইতিমধ্যে উপরে আলোচনা করা হয়েছে। এই দুই লাইসেন্স পেয়ে গেলে আপনার ফার্মেসি ব্যবসা শুরু করতে আর কোন বাঁধা থাকবে না।

আরো পড়ুন – কিভাবে একটি সুপারশপ ব্যবসা শুরু করবেন?

ফার্মেসি ব্যবসা কেমন লাভজনক?

লাভজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসাকে রাখা যেতে পারে। রাখা যেতে পারে এজন্য বলছি কারণ এই বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিমত আছে। কোন কোন ব্যবসায়ী বলেছেন লাভজনক আবার কোন কোন ব্যবসায়ীর মতে এই ব্যবসা খুব বেশি লাভজনক নয়।

ফার্মেসি ব্যবসায় আপনি ঔষধ প্রতি ১০-১২ শতাংশ লাভ করতে পারবেন। তবে গ্রাহকে অনেক সময় মূল্য ছাড় দিতে গিয়ে লাভের পরিমাণ কিছু কমে যায়। আবার এমন কিছু ঔষধ আছে যেগুলোতে লাভের পরিমাণ ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্তও হয়ে থাকে। তবে সেসব ঔষধের পরিমাণ খুব কম।

এই ব্যবসা শুরু করার জন্য কেমন পুঁজি লাগবে?

ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য আপনাকে ভাল পরিমাণে বিনিয়োগ করতে হবে। তবে আপনি যদি দোকান ভাড়া না নিয়ে নিজের মালিকানাধীন যায়গায় এই ব্যবসা দেন তাহলে আপনার খরচ কম হবে।

একটি ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য আপনাকে ৫ থেকে ১০ লাখ টাকা পুঁজি নিয়ে নামতে হবে। দোকান ডেকোরেশনের পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরণের ঔষধ কিনতে হবে। প্রথম দিকে কিনে বিক্রি করলেও পরবর্তীতে আপনি কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে বাকিতে ঔষধ পাবেন যার পাওনা ঔষধ বিক্রি করে পরিশোধ করতে পারবেন।

ফার্মেসি ব্যবসার কৌশল যা আপনি অনুসরণ করতে পারেন 

আমরা সবাই জানি বর্তমানে পাড়া মহল্লায় অনেক ফার্মেসির দোকান হচ্ছে। এর ফলে এই ব্যবসায় প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তাই ফার্মেসি ব্যবসায় সফল হওয়ার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে।

সঠিক স্থান নির্বাচন

ফার্মেসি ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই সঠিক যায়গায় ফার্মেসি দোকান দিতে হবে। হাসপাতালের আশে পাশে যদি আপনি ঔষধের দোকান দিতে পারেন তাহলে আপনার দোকান খুব ভাল চলবে। আর যদি হাসপাতালের পাশে কোন যায়গা না পেলে ব্যস্ত রাস্তা বা বাজারে ফার্মেসি দিতে পারেন।

সব ধরণের ঔষধ রাখা

ফার্মেসি দোকানে সব ধরণের ঔষধ রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। কেউ যাতে ঔষধ কিনতে এসে না পেয়ে ফেরত না যায়। গ্রাহকরা সব সময় সেই ফার্মেসিতেই যেতে চায় যেখানে এক সাথে সব ঔষধ পাওয়া যায়। এজন্য আপনি খেয়াল করলে দেখবেন কোন কোন ফার্মেসি দোকানে সবসময় প্রচুর ভিড় থাকে আবার কোন ফার্মেসিতে হাতেগোনা কিছু গ্রাহক। এর মূল কারণ হচ্ছে ঔষধের প্রাপ্যতা।

ডাক্তার রাখা 

ফার্মেসি দোকানে ডাক্তার থাকলে গ্রাহকের সংখ্যা অনেক বেড়ে যায়। কারণ ডাক্তারের কাছে যেসব রোগী আসে তারা সাধারণত ডাক্তারের ফার্মেসি থেকে ঔষধ কিনে থাকে। তাই একজন ভাল ডাক্তার যাতে আপনার ফার্মেসিতে বসে তা আপনাকে নিশ্চিত করতে হবে।

ফার্মেসি ব্যবসার জন্য ঔষধ কোথায় থেকে সংগ্রহ করবেন?

এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে অবশ্যই ঔষধ কোথায় থেকে সংগ্রহ করবেন সে ব্যাপারে চিন্তা করতে হবে। তবে বর্তমানে ঔষধ কোম্পানিগুলোর ব্যাপক তৎপরতার কারণে ঔষধ সংগ্রহ করা অনেক সহজ হয়ে গেছে। ঔষধের জন্য আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। ঔষধ কোম্পানির প্রতিনিধিরাই আপনার ঔষধের দোকানে ঔষধ পৌঁছে দিবে। আপনি ঔষধ বিক্রি করে টাকা পরিশোধ করতে পারবেন। তবে ভাল কিছু কোম্পানি আছে যাদের ঔষধ আগেই টাকা দিয়ে কিনে নিতে হয়।

ঔষধের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে ঢাকার মিডফোর্ড। এখানে আপনি বিভিন্ন ধরণের ঔষধ পাইকারি রেটে পাবেন। তবে আপনাকে অবশ্যই নকল ঔষধের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ বিজনেস জার্নাল বাংলাদেশের প্রথম গবেষণাধর্মী একটি বিজনেস ব্লগ। আমরা উদ্যোক্তাদের ব্যবসা সম্পর্কিত বিভিন্ন আইডিয়া, পরিসংখ্যান এবং সম্ভাবনা সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি। আমাদের লেখা এবং পরামর্শ যদি উদ্যোক্তাদের ব্যবসায়িক সমৃদ্ধির পাথেয় হয়ে থাকে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here